লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে কিংস্টনের বাসা থেকে রওনা দিয়েছেন তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা।
স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ সফরসঙ্গী কয়েকজন তার সঙ্গে রয়েছেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যেতে সময় লাগে (ট্রাফিক জ্যাম না থাকলে) আধা ঘণ্টার একটু বেশি।